শনিবার, ৭ জানুয়ারী, ২০১২


জলতলস্থিত মায়াবী রাত

স্বপ্ন ও প্রকৃতপক্ষের অন্তর জানতে খুবই ইচ্ছে 
ছিল, তাই অপূর্ণাঙ্গ রাতে পরীক্ষামূলক 
ভাবনারা করে গেছে বিদ্রোহ, 
বহু দিনের সম্পর্ক থাকা 
সত্তেও, ভালবাসা টা
ঝুলন্ত সেতুর 
ছায়ার 
বাইরে, বেরিয়ে আসতে প্রায়ঃ এক যুগ নিল - - 
সেই স্বপ্ন থেকে বাস্তবিকতায় পৌঁছবার 
পথে, কত যে নদী, উপত্যকা, খাদ 
আগ্নেয়গিরি, ভুমিকম্পিত 
ফাটল, বিক্ষিপ্ত ঝঞ্ঝা, 
ছিল জানি না
কিন্তু তার 
সরাসরি ভাবে সমাজ, সম্প্রদায়, ধর্ম কর্ম 
সব কিছু কে পরিত্যাগ করে, অগ্নি -
পথে হেঁটে যাওয়ার অঙ্গীকার !
সুপ্ত পুরুষত্ব কে আমূল 
ভাবে জাগিয়ে গেছে, 
সে ধরণীর মত
তখন চেয়ে 
আছে,
অনাবৃত আকাশের কালো মেঘের উন্নত 
মাংসপেশির স্ফীতি, উন্মুক্ত বুকের 
আগুন চায় মহাপ্লাবনের বৃষ্টি, 
দেহ ও প্রাণের মাঝে এখন 
গুপ্ত মন্ত্রণা, প্রলয়ের 
অশনি সঙ্কেত,
স্বপ্নভঙ্গের 
পরে  সে জড়িয়ে রয়েছে অকাট্য ভাবে বুক 
হতে কটিবন্ধীয় প্রদেশে, মেঘেরা 
পৃথিবীর অনেক কাছে এসে 
বাস্তবিক সহস্ত্র গহ্বর, 
অসমতল ভূভাগ,
মরুভূমির 
উত্তাপ,
পর্যবেক্ষণ করে মেঘ বিস্ফোরণের পথে 
অগ্রগামী, পূর্ণ আবেগী বর্ষণের 
সম্ভাবনা, নিশীথ রাতে
একটানা অঝর 
বৃষ্টি - - - 

- - শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন