শনিবার, ৭ জানুয়ারী, ২০১২


অগণিত বয়সের ভালবাসা 

শুধু ধোঁয়া আর ধোঁয়ার মাঝে ছুটে চলেছি -
যখন তুমি হয় উঠেছো নীল কল্পনার 
তরী, ভেসে যাচ্ছ মেঘের 
অভান্তরে, স্বপ্নের 
লহরে লহরে, 
মোহিত 
তখন ছায়াপথের আলোকিত অদৃশ্য প্রেমিক,
আকাশগঙ্গার তীরে সে দাঁড়িয়ে আছে 
যেন যুগ যুগান্তর একাকী, সেই 
অসীতবরণী শুন্যে, জীবন 
খুঁজে অনন্ত, অগণিত
বয়সের তোমার 
ভালবাসা !

-- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/
painting by Korinna's Universe

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন