রবিবার, ৮ জানুয়ারী, ২০১২

প্রেমের উত্খনন 

সেই আপ্রাণ ভালবাসার প্রতিশ্রুতি নিয়ে, 
জীবনের শেষ প্রান্তে ছিলাম 
অপেক্ষিত ! দূর দূর 
কেবল বালির 
স্তূপ ও 
স্মৃতির মরিচিকার মাঝে মিসরের কোন 
পিরামিডের রূপে ছিল, তার প্রেমের 
রহস্য, চোখের সেই সংকেত 
লিপি, পড়তে গিয়ে যেন 
কত যুগ গেল 
গড়িয়ে,
নীলনদের পাল নৌকার সেই অন্তিম 
নাবিক সাঁঝের আঁধারে গেছে 
মিলে, মরুভূমির বুকে 
এখন খেলে, পূর্ণ 
চাঁদের জাদু,
রাতের তারুণ্য যখন পরিপূর্ণ উচ্ছলিত !
নিখাত ভগ্নাবশেষ করে ক্রন্দন,
সেই ফেরাউনদের উলঙ্গ 
কাহিনী ভেসে উঠে 
প্রতিধ্বনিত 
বাতাসে, 
ঠিক ওই অতৃপ্ত অন্তঃকরণের মাঝে, আজ ও 
জীবন খুঁজে তোমায় ফিরিয়ে নিয়ে 
যেতে, মূসার জলপথের উপরে 
সহজে হেঁটে, কখন মন 
চাহে মমিময় প্রেমের 
পুনরুদ্ধার, 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন