শনিবার, ১৪ জানুয়ারী, ২০১২

পুনর্মিলনের পরিকল্পনা 

মায়ার পিঞ্জর উন্মুক্ত অহর্নিশ, সেই প্রাণ পাখি 
অদৃশ্য জড়িয়ে রয় শুধুই তাদের লাগি,
উড়তে চায় না খোলা আকাশের 
শুন্যে, অনিবারিত অভিলাষ 
নিয়ে বাঁচতে চায় জীবন 
অনন্তকাল কারাবাসী,
ডানা বিহীন সুখে 
লুকানো সব 
কান্না 
হাসি, জানি এই পথে কেবল চিতাভস্মের ছাড়া 
কিছুই নাই, তবু হৃদয় চায় থাকতে কিছু 
ক্ষণ তার অনেক কাছাকাছি, প্রেমের 
এই উপগ্রহে ত্যাগের যজ্ঞ জ্বলে 
দিবা নিশি, এখানে হৃদির 
বিনিময়, পরজন্মের 
প্রতিশ্রুতি, জানা 
সত্তেও যে 
বিলীনতার পরে পুনর্মিলনের শুন্য সম্ভাবনা !

--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন