শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১২

নিভৃত আবাস

মনের দ্বন্দ্ব চলে সারা রাত, আরশির বাইরে 
বেরিয়ে আসে অস্তিত্ব, আবরণ বিহীন 
উন্মুক্ত, অহংকারের খিল খুলে 
দৌড়িয়ে যেতে চায় মন 
খালি পায়ে, সুদুর 
মরুদ্যান 
পেরিয়ে, বালিয়াড়ির সেই স্বপ্নিল ঢালুর 
উপরে, গড়িয়ে গা ভাসাতে চায় 
জীবন, শিশুবত খেলতে 
ইচ্ছে করে তখন, 
চাঁদের ছায়া 
ঘনিয়ে আনে, নিশীথে সম্মোহনের মুহূর্ত !
অকস্মাত প্রণয়ের দেহে বেরিয়ে 
আসে সহস্ত্র পরাশ্রয়ী লতা, 
ডগা গুলো যেন 
অক্টোপাস,
চুষে নিতে চায় অস্তিত্বের ক্লোরোফিল এক 
নিঃশ্বাসে, কচি লাজুক স্বপ্নের 
পাতা গুলো এমন সময় 
খুঁজে তার বুকের 
অভয়ারণ্য,
নিভৃত আবাস  - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
sanctuary - painting by Robin Bradbury

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন