ছিল জীবনের সৌন্দর্য্য, সে ফিরে চাই নি
হয় ত, তার চোখের পৃষ্ঠতলে তখন
ছিল রংধনুর সাত টি রঙের
কুয়াশা, গভীর রাতে
উড়ে গেছে
কৃতিম ভালবাসা, বাতাসে রইলো কেবল অদ্ভুত
নিরবতা, চেয়ে ছিলাম দিতে কিছু গোপন
অসমাপ্ত চিঠি, স্পন্দনের উপহার,
দীর্ঘ নিঃশ্বাসের কবিতা,
অপরিভাষিত
প্রেমের
ইষ্টিপত্র, চোখের মুচলেকা, কিছু লোহিত রঙ্গী
গোলাপের বৃন্ত, অনিদ্রিত রাতের
মুহূর্ত, ভোরের কিছু স্বপ্ন,
এক মুঠো জোনাকির
আলো, কেতকীর
ব্যথিত গন্ধ,
জীবনের কিছু অনাবিষ্কৃত স্রংস উপত্যকা - - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন