শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২


সমুদ্র তীরে এক সাঁঝে 

সেই ভিড় ভরা নগর চত্বর, ঝলমলে  আলোর 
জুয়ার, সেঁতসেঁতে  মেঘলা সাঁঝের খপ্পর 
থেকে বেরিয়ে এক দিন সাগর
 সৈকতে আগমন, তার 
উন্মুক্ত উর্মিমালায় 
রূপান্তর!করে 
গেছে 
বিস্মিত, সে যেন ভেসে চলেছে উন্মত্ত তরঙ্গে,
অবাক তখন চেয়ে আছে চেতনার সর্ব 
বহিরংশ, তার উন্মেষিত আত্ম -
সংকোচন করে গেছে ভাব 
বিভোর, ছড়িয়ে 
গেছে কস্তুরী 
গন্ধিত 
বাতাস অর্ণব সমীরণে, সিক্ত বালুচরে তখন 
জোছনার সঞ্চার, ঝাউ বনে চাঁদের 
প্রগাঢ় প্রণয়ের ছায়া, ঘনিয়ে 
আনে আঁধার হারিয়ে 
পাওয়ার অমূল্য 
মুহূর্ত খানি, 
সুদুর 
ঘুণ ভরা মহানগরে এখন হয় ত হাঁপানির 
রাত, ক্লান্তিময় ধোঁয়ার সঙ্গে উঠে 
চলেছে ব্যথিত নিঃশ্বাস, 
জীবন এখানে কিছু 
ক্ষণের জন্য 
হয় 
উঠেছে যাযাবর পাখির ঝাঁক, উড়ে চলেছে 
দেশবিহীন, সীমা হীন আকাশে এক 
রাশ, দিক দিগন্তের অনুসন্ধান !
স্বপ্নের পরের সেই উপগ্রহ,
যেখানে শুধুই আছে 
স্নিগ্ধ তরলতা, 
মহা প্রবাহে 
বহে চলেছে মনের সব দুঃখের তলানি অবিরাম !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন