মৃগয়ার মুখোমুখি
আঘাত দিতে, কি যা আছে তার মনে, হয়
ত সেই জানে, তার এই ভাবে ধরে
রাখার প্রবৃত্তি দিয়ে যায় কিছু
ছেঁড়া প্রজাপতির ডানা,
কম্পিত অনুভূতি,
ধ্বসে যাওয়া
কিনারা,
অভ্যন্তরীণ জীবন পড়ে রয় খারিজ বন্ধ্যা ভূমির
কোলে, যদিও অভিহত ভাবনা রাতের
নিরবতা ভেঙে, খুঁড়িয়ে ধেয়ে
যায় সেই স্বপ্নের পিছে,
বহু দূর যেখানে
আকাশ
ঢেলে রয় বৃষ্টির মরিচিকা, দিগন্তের দগ্ধ দেহে তখন
সকালের ছায়া, জীবন অবাক, বিস্মিত রূপে
চেয়ে থাকে তার শিশির ধোয়া মুখ,
তার চোখের পরশে এখন
আততায়ী ভাব কেটে
চলেছে ক্রমশঃ,
আবার
দেখি নিরীহ ভালবাসা, খুলে কাচিক বুক এগিয়ে
চলেছে তার দিকে, অদৃশ্য আঘাতের
সম্মুখীন - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন