সমাধিগৃহের রহস্য
স্বপ্ন দেখার আগেই যেন ঘুম উধাত্ত, কিছু
পাওয়ার পূর্বে হারিয়ে যাওয়ার সে
অনুভূতি, নিজেই ডেকে আনে
নিশার আকাশে তিমির
সঘন, বিলীন
তখন
চাঁদের আলো, অভ্রময় মনে জাগে লুপ্তপ্রায়ঃ
প্রচণ্ড আবেগ, অতরিক্ত দখল বুকের
জমি ঘিরে বেঁধে যায় প্রেমের
পাঁচিল, ছড়িয়ে রাখে
তার গায়ে
কাচের
শাণিত, বাণমুখী অগণিত টুকরো, অদৃশ্য
হারাবার ভয় পিছু ধেয়ে যায় সারা
রাত, খুঁজে মন ভাবনার
কুলুপ, এঁটে
রাখে
তার উদ্দাম ভালবাসা বুকের গভীরে, লুকিয়ে
আসে রুপালি চাবির গুচ্ছ অন্তরতমের
সেই গুপ্ত তহখানায়, যেন কেউ
কেড়ে নিতে না পারে
কোনো দিন - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন