সতত অনুসন্ধান
এক সত্য ঘটনা, বলতেই সে যেন
বিস্ময় চোখে তাকিয়ে ছিল,
আসলে অনেক সময়
মানুষ অপ্রত্যক্ষ
ভাবে
মায়াবী জগতে ঘুরে বেড়ায়, বাস্তবিকতার
কথা শুনলেই যেন চমকিয়ে উঠে,
বাকশক্তি হারায়, বিস্মিত
চেয়ে থাকে কিংবা
সত্য মিথ্যার
মৌন
বিশ্লেষণ করে, মুখ ভঙ্গির পঠন করে যায়,
এক অনিশ্চয়তার দোলক অবিরাম
দুলে রয় নজরের সামনে, তার
সঙ্গেও সে দিন তাই ঘটে
ছিল, যেমন সত্য
ঘটনা শব্দের
উচ্চারণ করলাম দেখি তার মুখের রং এক
মুহুর্তে ফিকে হয়ে চলেছে, সে তখন
ফিরে গেছে নিজের শরীরে,
খুঁজে চলেছে নিজের
প্রতিবিম্ব,
নাটকীয় মুদ্রায় সাহসীর ভান করে বললো,
তাহলে তুমি কি বলতে চাও যে
দেহের সংসর্গটাই বাস্তব,
প্রেমের সংজ্ঞা
রয়েছে
সাহিত্যের পৃষ্ঠের জং ধরা পরম্পরা মাত্র, সে
দেখি এত ক্ষণ বেরিয়ে এসেছে ছন্দবদ্ধ
কবিতার বাহিরে, ক্রমিক
বিকাশের পথে, হয়
ত দমিত
ভাবনারা মুক্তি চায়, শুধালাম কিন্তু আমি ত
কিছুই বলিনি, না কিছুই চেয়েছি ,
এখানেই পালা বদল, ভদ্র
উস্কানি, পুরুষত্বের
বিস্ফোরণ,
মোহাবিষ্ট পথে টেনে নিয়ে যাওয়া অথবা প্রেমের
সমাপ্তি দেহের অন্বেষণ, নিসর্গের নিয়ম
অপরিবর্তনশীল, যেখানে অন্ত
ওখানেই নতুন সূত্রপাত,
সতত অনুসন্ধান
কখনো
বিফলতা, কখনো সাফল্যের সোপান, এই নিয়েই
সৃষ্টির উদয় ও অবসান - -
- শান্তনু সান্যাল
painting by James Brereton - 'A NIGHT TIME SAIL'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন