রবিবার, ৮ এপ্রিল, ২০১২


নতুন ভাবে 

অচেনা দেশের ওই পথিক ফিরে গেছে বুঝি 
ঝরিয়ে পরিশুষ্ক পল্লব, পথের দুই 
ধারে, কিংবা দিয়ে গেছে 
মনে প্রস্ফুটনের 
ব্যগ্রতা, 
জানিয়ে গেছে জীবনের বাস্তবিকতা, রোদ
ও মেঘের খেলা, বিরহ মিলনের 
মাঝারে জ্বালিয়ে গেছে 
সম্ভাবনার অদৃশ্য 
প্রদীপ, তাই 
মুগ্ধ পৃথিবী নিয়ে বুকে নির্বাক ভাবনা 
চেয়ে আছে নীল আকাশ অথবা 
তুমি আবার আছ দাঁড়ায়ে 
মুখোমুখি আমার 
হাতে লয়ে 
সদ্য কুসুমিত লাল গোলাপের তোড়া, এবং 
চাইছ বলতে চোখের ভাষায় 
প্রেমের প্রস্তাব - - - 

- শান্তনু সান্যাল 
Fall Road by Linda Kukulski.jpg


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন