রবিবার, ৮ এপ্রিল, ২০১২


সন্ধ্যার আগে 

সে আসে দক্ষিণ দিশা হতে, ঠিক সাঁঝ নামার আগে 
অরণ্যের সেতু পার করে, দমকা বৃষ্টিতে ভিজে 
ছুঁয়ে যায় মনের দরজা আলতো হাতে, 
জানি না, কেমন এক আনচান 
জেগে উঠে গোধুলির 
প্রাঙ্গনে, উড়ে 
যেতে চায় হৃদয়ের পাখি পিঞ্জর সহ সেই বাতাসে, 
কেওড়া কেতকীর গন্ধ জড়িয়ে সারা দেহে, 
সে যেন সর্পিল পথে ঘুরে বেড়ায় 
বাউণ্ডুলে ভাবনার সাথে, 
এমন সময় কিছুই 
মনে থাকে 
না, কোথায় আমি আর কোথায় আমার অস্মিতা, 
শুধুই ভেসে যাওয়া, দিগন্তের অনেক 
উপরে, আকাশগঙ্গার তীরে, 
কখনো শুন্যে আবার 
কখনো তার 
অন্তরে - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art - Fall-Walk- by Phyllis Vernon.jpg

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন