সোমবার, ১৬ এপ্রিল, ২০১২


এক ঝিলিক হাসির জন্য 

দীর্ঘশ্বাসে তার শুন্য দৃষ্টি তে তাকানো, হৃদয় 
উন্মন্থন  করে যায়, সেই তোলপাড়ের
মুহুর্তে জীবন খুঁজে অন্তর্মনের 
অস্থির খেয়ার ভাসান,
থামিয়ে রাখতে 
চায় কিছু 
ক্ষণ 
ভাঙনের গায়ে নুয়ে পড়া সংবেদনের দ্রুম,
পশ্চিম দিগন্তে ভিড় করে চলেছে
আবার কালবৈশাখীর মেঘ, 
ভাবনার ছায়া ঢেকে 
রাখে তার নীরব 
দহন, সেই 
হুলুস্থুল সন্ধ্যার ঝাপসা আলোয়, হৃদয় চায় 
দিতে কিছু খুশির লমহা তার ঘনীভূত 
অশ্রুর বিনিময়ে, জীবন দেখি 
যথাক্রমে হয় উঠেছে এক 
কৌতুক চরিত্র, শুধু 
একটি হাসির 
জন্য ! 
অস্তিত্ব ছড়িয়ে দিতে পারে আজ আভিজাত্য, 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting - by JONATHAN OWENS 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন