বুধবার, ১৮ এপ্রিল, ২০১২


বিচিত্র অনুভূতির জগত 

জীবনের বাস্তবিকতা ভিন্ন ছিল, চেহারা 
অনুবাদ করে গেছে অন্য ভাবে, 
হাসির সঙ্গে  ছিল একটি 
নিম্ন অদৃশ্য রেখা, 
সে কিন্তু 
ধরতে পারি নি, শুধুই দেখে গেল অধর 
তীরের সজলতা, চোখের অঞ্চলের 
ছায়া বাড়িয়ে গেছে আলোর 
রাশি কতটুক জানি 
না, কত দূর 
সে খুঁজে পেয়েছে মনের গভীরতা কিংবা 
দেহের স্ফীতির বাইরে সে কিছুই 
চাই নি, তার প্রেমের সংজ্ঞা 
বুঝতে মায়াবী রাত 
গেছে ফুরায়ে,
রাত্রি শেষে জোছনা গায়ে জড়িয়ে সে দেখি 
চেয়ে আছে অতৃপ্ত চোখে চাঁদের 
বিলীনতা, ঝরে চলেছে 
নিশি পুষ্পের মদির 
গন্ধ বাতাসে,
যখন ও  ছুঁতে চেয়েছি তার প্রতিবিম্বিতরূপ,
যেন প্রসুপ্ত আগ্নেয় গিরি তার ভাবনা,
থেমে থেমে করেছে অগ্ন্যুত্পাত, 
সেই ঝলমলানি আলোর 
মাঝে করেছি সর্বস্ব 
বলিদান, সে 
যেন অগ্নিহোত্র ঋত্বিক, অজ্ঞাত  মন্ত্রে করে 
যায় বশীভূত - ভুলে  যাই সর্বদা 
জীবনের অস্থিরতা, অরণ্য 
পথ হতে উঠে আসে 
হৃদয়, অজানা 
এক অদ্ভুত মধুময় বীথিকায় যায় হারিয়ে - - 

- শান্তনু সান্যাল 
vista - no idea about painter 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন