রবিবার, ২২ এপ্রিল, ২০১২


অভয় এগিয়ে যাও - -

কেন এত গুছিয়ে লতিয়ে, পেঁচিয়ে বলতে চাও 
যে তুমি আর আমায় ভালোবাসো না,
সব কিছুই ত ফুরন্ত, প্রেমের  
আবার  ব্যতিক্রম
কোথায়, 
তাই সরাসরি বলে দাও, ওই মাপ জোক না 
সেরে, সহজে মূল বিন্দু এ আসতে 
দ্বিধা কেন, না, আমি চাইব 
না অতীতের মধুমাসের 
সেই নিংড়ানো 
অনুজ্জ্বল 
রং, যত দূর মনে হয় আমার পাওনা বলতে 
তোমার কাছে অনেক কিছুই আছে, 
তুমি চাইলেও সেটা ফিরিয়ে 
দিতে পারবে না, তাই 
থাকুক অজান্তে 
দেহ ও 
প্রাণে থার বিহীন বিরল সেই আমার গায়ের 
উদ্ভট গন্ধ, কিছু গহিন নিঃশ্বাসের
ঘনীভূত কণা বয়ে যাও চির 
দিন বুকের প্রান্তরে, ভয় 
নাই, তুমি ছিঁড়ে 
দিতে পারো
চিঠিগুলো, কত লেখা যে অপ্রকাশিত রয়ে 
যায় হৃদয়ের মাঝে, তা কেউ জানে 
না, তোমার সমস্ত উত্তর 
কখন যে জোনাকি 
হয় উড়ে গেছে 
স্বপ্নের দেশে 
আমি নিজেই জানি না, কিছু  বোধ হয় পথ 
হারিয়েছে মরিচিকার সীমান্তে, অথবা 
ঘুরে বেড়ায় মায়াবী রাতে নিয়ে 
নতুন আলোর ত্রিপার্শ্ব কাচ,
ঠিক অন্ধকার হতে 
আবার উঠে 
আসব 
এক দিন, জীবনের গর্ভ বেশি দিন দুঃখের
ভ্রুণ বইতে পারে না, সময় হলে 
ঠেলে বাহির করে দেয়, সে 
এক নির্মম প্রসব তা 
এখন হয় ত 
বুঝতে 
পারবে না - - - 

- শান্তনু সান্যাল  

bouganvillea wall 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন