শনিবার, ২১ এপ্রিল, ২০১২


কিছু ক্ষণের রাত জাগা 

সে আমার প্রাণবন্ত বন্ধু, সাঁঝের নিবন্ত অরুণমুখী 
আলোর সঙ্গে ফিরে আসে, রেখে যায় কিছু 
ক্লান্ত দিনের ঘামের গন্ধ, দীর্ঘ নিঃশ্বাসে
জানিয়ে যায় তা হলে আজ উঠি,
কাল আবার দেখা হবে,
এখন আয়নার 
মুখোমুখি,
অবশ্যই তাকে এড়িয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু 
অসহায় মন, তাই এক ছোট্ট উঁকি, সে 
যেন  সব সময় প্রশ্নের ঝুলি নিয়ে 
প্রস্তুত, প্রতি বার গুণে যায় 
মুখের পড়ন্ত ভাঁজ, 
চশমা সাফ 
করাটা সামান্য কথা, কিন্তু ভালো লাগে নিজের 
ছেঁড়া গেঞ্জির কোনা দিয়ে সাফ করতে,
হয় ত বিম্বটা কিছু উজ্জ্বল হয় 
ওঠে, বাতায়নে চড়ইদের 
আলাপসালাপ
ক্রমশঃ 
মিমাংসার দিকে, উড়ে চলেছে কদম গাছে, রাত্রি 
নিবাস, এখন আমি ভাসতে চাই নিশি -
গন্ধের সুবাসে, দেখতে চাই এক 
নতুন পৃথিবী তোমার বুকে,
কিছু ফেকাসে হাসিতে 
ছদ্ম প্রেম, মিথ্যা 
অভিলাষ, 
হটাত যদি শ্যাম শ্বেত অ্যালবাম হয় উঠত রঙ্গীন,
স্বপ্ন দেখতে পয়সা লাগে না, তাই আজ 
তুমি সাজ আবার প্রথম আলাপের 
অনুরাধা, জানি না আমার 
পরিবর্তন  কত সঠিক,
শুধুই এক মিনতি 
ওই আয়না 
হতে চেয় না, সকাল আসতে সময় আছে সুতরাং 
কিছু ক্ষণ ত জেগে থাক - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


Paintings by Mark Boyle 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন