শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

ঢেউর  চিত্রলিখন

জীবনের চিত্রণ খুবই দুরুহ, যতই রং তুলি দিয়ে আঁকো
কিছু না কিছু খুঁত থেকেই যায়, স্থায়িত্ব এখানে
অর্থহীন, সুখের রঞ্জক অতি মিশুকে
সহজে মিলে যায় অশ্রু জলে,
দুঃখের কণা খুবই
নিরেট,
অনায়াসে বিলীন হতে চায় না, ঠিক তার প্রেমের মত
ধরে রাখতে চায় নিঃশ্বাসের পলকা তন্তু, ওই
দুয়ারে লেখা আছে জানি না কোন
ভাষায়, সেই অলৌকিক
লিপির আকর্ষণে
হারিয়ে
যায় প্রত্যেক বার কড়া নাড়ার শব্দ, হয় ত সে দরজা
খুলে সময় তদনুসারে, প্রতিধ্বনি ফিরে যায়
আপন ঘরে, এক শুন্যতা নেমে চলেছে
ঠিক সিঁড়ির ধাপ গুণে, অদৃশ্য
পদক্ষেপ ফিরে আর আসে
না, সেই হারানো
স্বরলিপির
মৌলিক গানের মাধুর্য্য, নতুন রাগ রাগিনীর ছাঁচে আর
আসল স্পন্দন ফিরে পায় না, সব কিছু থাকার
সত্তেও জীবন রয়ে যায় ভাঙা ঢেউ , সৈকত
তার খবর রাখে না, অবশেষে বালির
তৃষ্ণা শুষে নেয় তার বিছিন্ন
সজলতা, ভালবাসার
বুকে রয়ে যায়
শুধুই
শঙ্খচিলের পদ চিহ্ন, ফিরে যাওয়া জলের সৃষ্টি, সর্পিল
কিছু নৈসর্গিক বালি শিল্প - - -

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
 desert by Lin Onus  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন