ঘোলাটে আলো
খুলে চলেছে শামিয়ানা ভোরের হাওয়া ধীরে
ধীরে, উড়ে যাচ্ছে যেন অন্যান্য শুন্যে
নীহারিকার জ্যোতি পুঞ্জ শিমুল
তুলোর রূপে, পৃথিবী যেন
এক রাতের পান্থশালা
তুমি আর আমি
কিচ্ছু ক্ষণের
অতিথি,
ভাবনার মরু যাত্রীদল ধেয়ে চলেছে স্বপ্নের পিছনে,
অকস্মাত জীবন চেয়ে আছে পরস্পর যেন
অপরিচিত ভাবে, ক্ষণিক বৈরাগ্য
অথবা গোপন বিরক্তি, ঠিক
যখন মধুমাসের অন্তে
আবহ মণ্ডলে
ঘিরে
আসে অবসাদের শুষ্ক মেঘ, বাতাসে শীতলতা
থাকা সত্তেও বৃষ্টি হয় না, ভালবাসার
ছায়া ক্রমাগতভাবে গুটিয়ে চলে
নিজের আয়তন, শয্যাশায়ী
দুই দেহের মাঝের
উপসাগরে
ঢেউ
আর উঠতে চায় না, আন্তরিক সংবেদনের লহর
যায় থেমে, জোছনা তখন আসক্তির বীজ
বপন করতে পারে না, নিশি পুষ্পের
গন্ধ যায় ফুরায়ে, তখন জীবন
ভিড়ে ও একাকী, আয়না
ও চিনতে দ্বিধা বোধ
করে, ওই মুহুর্তে
ব্যক্তিত্ব
খুঁজে ভালবাসার অর্থ, সম্পর্কের গুরুত্ব, ধরে
রাখতে চায়, অনুপ্রস্থ ধরা মুখী প্রেমের
দুর্বল স্তম্ভ, কিন্তু আকাশ তখন
ফেকাশে, দিগন্তে হয় ত
লেগে থাকে কিছু
ঘোলাটে
আলোর পরশ সেটা স্মৃতি কিংবা সকালের
পদক্ষেপ বলা মুশকিল - - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন