রবিবার, ২৯ এপ্রিল, ২০১২


বেশি দূরে নয় 

অনেক দূরে এসেছো নিঃশব্দ পায়ে, আর এগিয়ে দেওয়ার 
ঝোঁক পুষ না বুকে, দুঃখ পাবে মনে, ওই দিগন্তের 
অপর  পারে  আছে আঁধারের পল্লী, রঙ্গীন 
আকাশের ছলনা, মিছে মিছে স্বপ্ন
ঘনিয়ে আনবে হৃদয়ে, সাগ্রহে 
ওই ভাবে জীবনের 
বাজি খেলতে 
চেও না, 
আর এগিয়ে দেওয়ার ঝোঁক পুষ না বুকে, এখনো রাত 
নামী নি, মাইল পাথরে লেগে আছে কিছু গোধুলির 
আলো, অরণ্য বীথির গায়ে লুকিয়ে রয়েছে 
নিষ্প্রভ, জোনাকির নীলাভ চমক, 
কিছু কৌতুহলীয়  বুনো ফুলের 
গন্ধ, অস্থির পাপড়ির 
আবর্ত, তাই 
বনানীর  
সৌন্দর্য্য  বাদ দিয়ে ওই রুক্ষ মরুভূমির দিকে এগিয়ে 
এস না, অনেক দূরে এসেছো নিঃশব্দ পায়ে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


desert flower - PAINTING BY OSNAT TZNDOK

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন