Saturday, 28 April 2012


অসময়ের বৃষ্টির জন্য - - 

নিজে কে এই ভাবে ছারখার করে, ভালবাসতে কে 
বলেছে তাকে, জানতে খুবই ইচ্ছে করে, কিন্তু 
জানা যাই নি, যেন সে একটানা বর্ষা,
এক সকাল থেকে অন্য সকাল 
শুধুই উজাড় করে ঝরে 
গেছে, কখনো তার 
প্রেমের মেঘ 
কমী নি,
কেন ? প্রায়ঃ হৃদয় প্রশ্ন করে, এমন বিসর্জনের কি 
যে প্রয়োজন, তিলে তিলে স্ব  অস্তিত্বের 
মৃত্যু, চেয়েছি বহুবার ঘটাতে 
তার  মোহভঙ্গ, মিথ্যা 
কলঙ্ক মেখেছি 
গায়ে,
ভেবেছি হয় ত সে সরে যাবে এক দিন সুদূর অজানা 
প্রান্তরে, কই, লেশ মাত্র ঘৃণা খুঁজে পাই নি 
তার চোখে, বরং আরও কাছে 
পেয়েছি তাকে, তার 
এই পাগলামি 
জীবনের 
শান্ত সরোবরে জাগিয়ে গেছে অধি ঘূর্ণিঝড়, তখন 
নিরুপায় ভাবনার উধাও শিশু, দাঁড়িয়ে 
যেন রয়েছে তার আধ খোলা 
দরজার মুখে, করুন 
চোখে, চায় এক 
আনুকুল্য,
তার বুকের মাঝে গড়তে বসতি, ঠিক তটরেখা 
যেমন মৌন বলে যায় হে!নদী আমায় 
গ্রাস কর, আমি ভাঙন চাই,
স্থিরতার অভিশাপ 
আর বইতে 
পারি না,
নদী তখন অবাক, শ্রাবণের মনে মনে করে হয় ত  
আহ্বান - - - 

- শান্তনু সান্যাল 
painting by Robert Kimball 

No comments:

Post a Comment