শনিবার, ১২ মে, ২০১২


স্বাহার জন্য প্রস্তুত 

আবার সে সাজিয়ে চলেছে উপাসনা মঞ্চ 
বুকে জ্বালিয়ে রেখে সান্ধ্য প্রদীপ,
চোখে ঘনিয়ে এনেছে 
প্রেমাঞ্জন, 
ফিরে এসেছে হয় ত ভাবনার; মোহানা
হতে অশ্রু জলের তরী, আবার 
সে বিছিয়ে রাখতে চায় 
কার পথে হৃদয়ের 
কোমল
গালিচা, বেঁধে চলেছে রেশমী সুতায় -
স্বপ্নের লাজুক ভাবপ্রবণতা;
আবার সে হতে চায় 
রিক্ত হাতের 
অর্ঘ্য,
জীবনের যজ্ঞ; পুনরায় যেন প্রজ্জ্বলিত!
সাঁঝের সুর্মারঙ্গী আঁধারে  জেগে 
উঠতে চায় সুপ্ত অভিলাষ, 
সে যেন আবার 
স্বাহার  জন্য 
প্রস্তুত,

- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/



by unknown painter 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন