রবিবার, ১৩ মে, ২০১২


না আসার কারণ - - - 

না; সে আসি নি প্রতিশ্রুতির জীর্ণ পাতা 
ঝরে গেছে হালকা হাওয়া লেগে,
জেগে ছিলেম সারা রাত 
মনের দ্বার খুলে 
চাঁদ ওঠে 
নি; শুক্লা তিথি থাকার সত্তে ও, না; সে 
কথা রাখি নি, ঝরে গেছে ভাবনার 
কুঁড়ি নিশুতি রাতে ফুটে,
কীসের শব্দ বুকের 
মাঝে বেদনার 
সঙ্গে 
মিলে লিখে গেছে ; আত্ম কাহিনী, না; 
চোখের ঘনীভূত বাদল ঝরে নি;
তবুও দেখি ভিজে আছে 
ভালবাসার পলকা 
অনুভূতি,
জানি হয় ত সে ভালোবাসি নি; শুধুই 
মন রাখার আবদার;  মিথ্যে 
করুণার স্পর্শ, রেখে 
গেছে স্বপ্নীল
নয়নের 
আলো হতে - - - 

- শান্তনু সান্যাল
Marianne North Gallery- Painting 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন