Friday, 18 May 2012


সম্ভবতঃ 

ওই রেখাঙ্কিত ঘরে বসে মুখোমুখি অলস দুপুরে ; 
কড়ি দিয়ে, ভাবের খেলা আজ ও যায় নি 
থেমে, শালিকের দালান ঘরে ; কি 
আজ ও তদন্ত রয়েছে বাকি,
জানতে চায় আজ ও 
যে হৃদয়, 
ওই চিলেকোঠায় লুকিয়ে আছে তোমার মনের 
দুর্বলতা, আমি জানি ভালই ভাবে, ওই 
ছাউনির বুকে ঠিক কোঁচকানো
কচি লাউর ডগার মতন, 
মনমরা হয় ত আছে 
ভাবনার লতা, 
অথবা 
খুলে হৃদি তোরণ, নির্বাক চেয়ে রয়েছো সেই -
আষাড়ের ধুসর আকাশ, এক পশলা 
পড়ন্ত দুপুরের বৃষ্টি, ওই ভিজা 
মাটির গন্ধে হয় ত টের
পাবে, কোথায় যেন 
হারানো 
চিঠির ঠিকানা, অপ্রত্যাশিত আলিঙ্গনের মর্ম,
অনিচ্ছায় দূরে সরে যাওয়ার বেদনা, 
হঠাৎ যেন ভেসে যায় পুকুর 
পাড়ের কচুরি পানা, 
বুকের মাঝে 
আকস্মিক উত্তেজনা, সাঁঝের শেষে থাকবে কি 
বর্ষার সম্ভাবনা, এই মরু প্রান্তর হতে 
তা বলা মুশকিল - - - 

- শান্তনু সান্যাল
Painting by Ivan Shishkin 

No comments:

Post a Comment