বিক্ষিপ্ত অনুভূতি
প্রেম সে পরিচয়হীন, শুধুই বুকের মাঝে
জেগে রয় সারা রাত, অনবহিত
নিজের জগতে উন্মুক্ত
সে এক মধুর
ভাবনা,
নির্জন আঁধারে ধেয়ে যায় ধরতে যেন নীল
জোনাকির আলো, ভাসে নিশিপুস্পের
সুবাসে, সে যেন ভিন্ন উপগ্রহের
প্রাণী, গভীর তমসে খুঁজে
প্রেয়সীর ঠিকানা,
বসে থাকে
উদ্ভাসিত ভব্য আকাশের তলে, তার বক্ষের
উপরে ঝরে অজানা স্বপ্নীল নিহার
কণা, হৃদয়ে জড়িয়ে রাখে
প্রতিশ্রুতির স্পন্দন,
না নিদ্রিত নাহি
সে জাগৃত,
শুধুই শুন্যে ভেসে রয় তার অনুভূতি, এক
শাশ্বত প্রদীপ্ত অগ্নিশিখা জ্বলে
আত্মার দ্বারে, দিবস
রজনী অখণ্ডিত
ভাবে - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন