মঙ্গলবার, ২২ মে, ২০১২


হৃদয় সে জিততে পারি নি - - - 
খুবই সহজে দেহের পরিক্রমা করে গেছে সে, যেমন 
ইচ্ছে নিংড়িয়ে, কচলিয়ে যা কিছু নেওয়ার 
ছিল নিয়ে গেছে সে, তার হাতের 
ভিজা মাটির উচ্ছিষ্ট ; বুকে 
পড়ে রইলো অবহেলিত,
তবুও সে গড়তে
পারি নি 
অন্তরতমের ভিত্তি, তার আবেগ চক্র থেমে গেছে শেষ 
প্রহরে, ভালবাসার পলকা কাচিক পাত্র ; পূর্ণতা 
পাওয়ার আগেই ভেঙে গেছে, রাতের 
দীর্ঘ নিঃশ্বাস ও ভোরের সীমা -
লঙ্ঘন, দুই অনুভূতির
মাঝে সে ছিল 
খুবই 
নিরীহ, পরাজিত, গন্ধবিহীন ঝরা  কুসুমের  আবর্ত, 
নত জানু, নিয়ে হাতে রিক্ত পাত্র খানি, চোখে 
ভরে অনুতাপের মেঘ, যেন এক সমৃদ্ধ 
সওদাগর উধ্বস্ত দাঁড়িয়ে আছে,
সব কিছু পাওয়ার পরে ও 
শুন্য হাতে, মনের 
বহিত্র হয় ত 
ডুবে গেছে তার চোখের সম্মুখে মাঝ সাগরের বুকে - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art - Softly Sinking into the Sand by Ellie St George

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন