প্রত্যাশিত ভগ্নাবশেষ
নিঃশেষিত দেহ ও প্রাণ, নিঃশ্বাসে সে এখনো উদ্ভাসিত,
ওই সঘন আঁধারে কোথায় যেন আছে আলোকিত
শহর, পৃথিবীর পরবর্তী আকাশে, যদিও
ঝরে গেছে সমস্ত পল্লব একাকী
গাছে, অস্তিত্ব নিয়ে সে
দাড়ানো ওই
বন্ধ্যা
ভূমির মাঝে, মেঘেরা মুখচোরা বলতে চাই নি মনের
কথা, পাস কেটে গেছে বর্ষা বনের পথে, তাই
অবহেলিত শাখা প্রশাখায়, ভাবনার
কিশলয় মনমরা, প্রত্যাশার
অদৃশ্য বাদল হয় ত
ফিরে আসবে
এক দিন,
ঠিক তার প্রেমের আর্দ্রতার সম, ভিজিয়ে যাবে হয় ত
হৃদয়ের ঊষর প্রান্তর, শিশির ভিজা জীবনের
প্রাঙ্গনে ফুটে উঠবে অলৌকিক পুষ্পের
বীথিকা, সেই অপরূপ বিহানের
স্বপ্ন ভাঙ্গতে চায় না, ঘুম
ভাঙা সত্তেও,
সারা রাত জেগে রয় অন্তর্তমের বাতিঘর, প্রবোধিত
নাবিকের পথ চেয়ে - - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন