মঙ্গলবার, ২৯ মে, ২০১২


নিশীথের ক্রন্দন 
অনুরোধ রাখতে পারি নি মেঘের সঙ্ঘ, সন্ধ্যার 
পূর্বে বিদ্রোহ ঘনিয়ে উঠেছে আকাশ পারে,
ওই জবজবে দিনান্তে, চেয়েছি তার 
পথ বিহ্বল নয়নে, ফিরে আর 
সে আসি নি, আঁধার 
গিলে গেছে 
আবেগ 
ক্ষণে ক্ষণে, ব্যথিত সাঁঝ দিয়ে গেছে আবার সেই 
শুন্যতা জীবনে, ছড়িয়ে রইলো কিছু শব্দ,
কিছু অশ্রু বিন্দু, কিছু নীল আলো,
হৃদয়ের ভাঙা স্পন্দনে, সে 
গান হয় উঠি নি মুখর, 
স্বরলিপি ভেসে 
গেছে 
দূর বহুদূর অজানা সাগরের বুকে, হয় ত ভেসে 
যায় এখনো ভাসন্ত দ্বীপের সাথে, দিশা -
হারা লাবণিক লহরে, ফিরে আসে 
বারে বারে প্রতিধ্বনি ওই 
বোবা তীর হতে,
নোনা জলে 
ক্ষয়িত 
ভালবাসা, মৌন ক্রন্দন করে মধ্য রাতে - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Artist Kenneth John 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন