বুধবার, ৩০ মে, ২০১২


জীবনের পথে - - 
ওই বালির স্তূপে আছে তপ্ত সমিরণের ছোঁয়া 
কিছু সর্পিল প্রেমলিপি, কিছু অন্তর্দহন,
সাঁঝ নেমে আসে নগ্ন পায়ে, 
নিঃশব্দ, আঁধার বুকে 
জড়িয়ে, তার 
প্রণয়ের 
জোছনা চির উজ্জ্বল, ভেসে উঠে হৃদয় হতে,
এই জীবনের ছক ঘরে রৌদ্র ছায়া 
খেলা করে নিয়তির  অদৃশ্য 
হাতে, কখনো  মেঘের 
বিজয় ভিজিয়ে 
যায় মন 
আবার কখনো খরার অধিকরণ, দুই বিন্দুর 
মাঝে খুঁজে পায় জীবন তার ভালবাসা,
অতৃপ্ত আবেগ পায় ঠাঁই, ক্ষণিক
শান্তি হয় ওঠে তরঙ্গিত 
তার সজল অধর 
তীরে - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Red Desert Sky oil painting by Tom Murray

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন