ওই আঁখির পিঞ্জরে ধরা পড়ে রয় আসক্ত অন্তর,
উন্মুক্ত দ্বার মুখোমুখি ; তা সত্তেও উড়তে
বিবশ ; যেন দেহের বিহগ, আকুল
সুরে ধরে গান ; একান্ত লয়ে
মধ্য রাতে, গভীর
আঁধারে ঝরে
বিন্দু বিন্দু
হৃদয়ের নির্ঝর ; জোছনা তখন শুধুই মরিচিকা !
সুদূরে ভেসে চলেছে প্রণয় তরী, ধরা
দিতে চায় না অস্তিত্বের প্রতিবিম্ব,
মন্ত্রমুগ্ধ আরশি চেয়ে রয়
অপরিচিত ভাবে
সারাটা
সময়, অনিশ্চয়তার মাঝে মুহুর্তগুলো ঝুলে যেন
স্বপ্নের নাগরদোলা, পৃথিবী মনে হয় এক
ঝাঁক জোনাকি, মিটমিট করে
চলেছে ঝাউ বনের বুকে,
আকাশ তখন এক
সম্মোহনকারী
গোলক ;
কেউ অপ্রত্যাশিত ভাবে ; বোধ হয় দিয়ে গেছে -
করতলে শিশির কণা, জ্বলন্ত পথে মন
হেঁটে যায় আপন মনে, আজন্ম
কারাবাসী হতে চায় যে
জীবন এমন
সময়ে - - -
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন