কথা ছিল - -
কথা ছিল; ওই রাতের ঘোর অন্ধকারে হারিয়ে
পাওয়ার অনুবন্ধ, উন্মুক্ত প্রেমের চুক্তি,
অনেক অনেক দুরে অকারণে
নিরব হেঁটে যাওয়া,
শুধুই
নিঃশ্বাসের অনুভূতি, দেহ ও প্রাণের অতিক্রম
ছাড়িয়ে অনন্য অপরিভাষিত ; নভস্থ
উপগ্রহে কিংবা সমুদ্রগর্ভস্থ
কোনো ভাসন্ত দ্বীপে,
হৃদয় মন্থন -
খেলার
হবে উদ্বোধন, অভিনব সৃষ্টি রচনার রূপরেখা
নিয়ে এগিয়ে যাব দুজনই বহু দূর, লিখব
যুগান্তকারী ঘটনার ইতিবৃত্ত,
ফিরিয়ে আনব খাঁটি
ভাবনার জগত,
বাস্তববাদ !
যেখানে বিশুদ্ধ প্রেম ছাড়া কিছুই নাই, না কোনো
শ্রেণী না কোনো ভেদ, টলটলে, সম্পূর্ণ
পারদর্শিতা, এক স্ত্রী ও এক পুরুষ,
তা ছাড়া সব কিছুই মিথ্যা,
সেই শাশ্বত সত্য কে
সাক্ষী রেখে
কথা ছিল; পরিপূর্ণতার দলিলে রক্তে সই করা - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন