কাল রাতের শেষ প্রহরে; চাঁদ ঢলার ঠিক আগে,
অর্ধ ঘুমন্ত চোখে ; সে করে গেছে আবিষ্কৃত
নতুন মনোভাবে, জীবনের সমস্ত
উপেক্ষিত অফলা ভূমির
জিজ্ঞাসা, বুকের
তৃষ্ণার্ত
অঞ্চলে পুঁতে গেছে সে জীবন্ত চারা, নামবিহীন
কিন্তু গন্ধময় অনুভূতির আরোহী লতা,
আবেগের ধরাতলে রেখে গেছে
নিঃশব্দ পায়ে কিছু অদ্ভুত
সজল আলোকিত
বিন্দু !
আত্ম বিভোর রূপে ধরে রাখতে চেয়েছে হৃদির
মাঝে আমার ব্যথিত ভাবনার পথিক,
আশ্চর্য্য ভাবে সে হয় উঠেছে
নীলকন্ঠি ভালবাসা,
মৌন করেছে
গরল পান,
অভিশপ্ত পাষণ বিগত রাতে পেয়েছে শাপ মুক্তি !
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন