সে যখন তাজমহল
মায়াবী স্বপ্ন বা কল্প লোকের কাহিনী সেটা নয়,
জীবন্ত রাতে সে হয়ে উঠেছিল চন্দ্রপ্রভায়
সিক্ত তাজমহল, নির্বাক আবেগে
চেয়ে রইলাম আমি, অদ্ভুত
সম্মোহনের জাফরি
ছড়িয়ে আছে
যেন
তার সম্পূর্ণ দেহে, মরিচিকার জলস্রোতে সে
ভাসিয়ে নিতে চায় সমস্ত ওজস্বিতা,
পৌরুষ গ্রন্থী ধীরে ধীরে খুলে
চলেছে তখন গোপন
ঘনীভূত
কস্তুরী গন্ধ, সে ক্রমশঃ রাত্রি শেষে, বহিয়ে
নিয়ে গেছে অনেক দুরে, কোন এক
নির্জন দ্বীপে, উন্মুক্ত আকাশ,
আবরণ বিহীন বসুধা,
জোছনার অবিরল
ধারা ভিজিয়ে
গেছে
অন্তর্মন হতে যাবতীয় গন্ধ কোষের জগতে !
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন