সংকোচনের অর্থ
সূর্যের নিমজ্জনের পরে ভেসে উঠে ছিল
রঙ্গীন সান্ধ্যধারা, আলোর স্রোতে
দু কূল ভাসিয়ে ধরতে চেয়ে
ছিলাম তার ভাসন্ত
প্রতিচ্ছবি,
সাগর পারের স্বপ্নগুলো খুবই জেদী,
পুষ্পিত ভাবনার ঝুলি,
মখমলি আবরণে
মোড়ানো
কিছু প্রণয় গন্ধ, কিছু মধুর প্রতিশ্রুতি,
বালিশ তলায় জেগে আছে
স্মৃতির অ্যালবাম
কিছু শ্বেত
শ্যাম
জীবনের ছবি, হয় ত মধ্য রাতে হেঁটে
যাবে ভালবাসা; বুকের পাঁজর
পার করে, খোলা জানালা
পেরিয়ে, জোছনার
দেশে, তুলতে
কিছু
বন্য কুসুম, ভরতে হৃদয়ে নব সম্মোহন,
জানি না সকালের আগে ফিরে
পাবে জীবন হারানো
নিঃশ্বাস, তার
লুপ্তপ্রায়
অনুমোদন, আশার নদী অনবরত সজলা,
সংকোচনের অর্থ বোঝে না - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন