বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২


পরম সত্য
উপান্তে ফেলানো ওই প্রস্তর খণ্ডের মাঝে ও
আছে অজানা নিঃশ্বাসের জগত, নদীর
অভিমান; শ্রাবণ ধারায় সীমাবদ্ধ,
উষ্ণকালে গুটিয়ে যাওয়া
তার নিয়তি, সে
অনুপায়,
সৃষ্টির ভাষা খুবই দুরূহ, হিমশৈলের নিচে
ভেসে রয় জলজ পৃথিবী, কপালের
তরঙ্গে অগোচর ডুবো নৌকা
কখন যে উত্থিত হয়ে
উঠবে কেউ তা
কি জানে,
জীবনের গন্তব্য অনেক সময়ে সম্মুখীন,
তাদের অবহেলিত চোখেই লুকিয়ে
ছিল সফলতার দৃষ্টান্ত, যে
খুঁজে পেল সেই অমূল্য
মণি, তার ভাগ্যে
আছে রাজত্ব
অবশ্যম্ভাবী, হয় ত আজকের দিন তোমার,
আঁধার পেরিয়ে সূর্যের আগমন
কিন্তু পরম সত্য - -
- শান্তনু সান্যাল

flowers 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন