"নিঃস্বার্থ ভালবাসার গুণগান শুনতে আর ভালো
লাগে না, পতঙ্গ আর জীবন্ত শিখার মাঝের
সেতু কোনো দিনই টেকসই হয় না,"
সে নিকটে এসে স্পষ্ট বুঝিয়ে
গেছে, আবরণের
ভিতরের
বাস্তবিকতা, প্রবলভাবে প্রতিফলনের ডগায় নগ্ন
বসিয়ে জানিয়ে দিয়েছে " এই প্রান্তের
নিচের ভূমি স্বপ্নের ভূমি নয়;
বরং কাঁটা ভরা মাঠ,"
এখন সিদ্ধান্তের
পালা
তোমার হাতে, কাছে আসার আগে সরে যাওয়ার
বিকল্প উন্মুক্ত, তাই যবনিকা ওঠার পূর্বে
যত পারো নাটকের পংক্তি মুখস্থ
করে ফেল, পরে আর কি
সময় পাবে, জ্বলন্ত
রঙ্গমঞ্চে পা
দেওয়ার পরে ফিরে আসা মুশকিল, কেবল অন্তহীন
দহন, পৃথিবী হতে আকাশের পথে একাকার
ধূম্র বৃত্ত, নিয়তির মন্ত্র মুগ্ধতার মাঝে
জীবনের বাজি - -
- - শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন