শুক্রবার, ২৯ জুন, ২০১২


শিশুবত মন 
কোন অদম্য জিজীবিষা, ফিরিয়ে আনে বারে বারে,
যেন ফেলে যায় মহাসাগরের উর্মিমালা ধরণীর
বুকে; অবহেলিত রূপে, সেই জীবন সৈকতে, 
খুঁজে পাই তার সিক্ত প্রণয়ের বালুকা 
ভূমি, হাজার স্বপ্ন নিয়ে সে বসে 
রয় সাগর তীরে, বাড়িয়ে 
দুটি হাত বলে - এখনো 
অনেক কিছু বাকি,
বহু গন্তব্যের 
ঠিকানা প্রতীক্ষারত,এখনো বুকের মুক্তা ফিরে পাই 
নি অমূল্য ফিনিক, জীবনের বিস্তর ভূভাগে; 
আজ ও কিশলয় ভাবনা চেয়ে আছে;
সূর্যের প্রথম কিরণের অনুদান, 
অনেক সুপ্ত কুঁড়ি ফুল 
হয়ে ওঠি নি, 
কত শিশির বিন্দু এখনো প্রতিফলন হারা, শুকিয়ে -
যায় নিশান্তে, কত জলসমিরণ বহে যায় 
অনর্থক ভাবে, মেঘের রূপে আর 
বদলাতে পারে না, শিশুবত 
মন স্বপ্ন দেখে প্রায়, ওই 
নতুন চাঁদের বিম্ব 
ভাসে পুকুরে, 
ভরতে 
চায় জীবন, অন্তর্মনের গভীরে,এক মুঠো জোছনার 
আলো - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

Lotus Rising Painting by John Lautermilch 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন