Saturday, 30 June 2012


অজেয়

সেই চলন্ত কাষ্ঠল চক্রে ছিল বাঁধানো 
ভালবাসা, নিয়তির হাতে ছিল 
ধারালো ছুরি, আপন পর 
সবাই তখন বিমুগ্ধ 
দর্শক বৃন্দ !
নির্বাক চেয়ে রইলো ভাবের খেলা, না, 
রক্ত ঝরে নি, চিত্কার ওঠে নি,
পৃথিবী থামে নি, আকাশ 
স্থির ছিল শুন্যে,
প্রগাঢ় ঘন 
আঁধারে সহসা সে প্রকাশিত সত্য নিয়ে 
বুকে, নেমে আসলো রঙ্গভূমির 
মাঝখানে, মৃত্যুর মলিন 
মুখে তখন বিস্ময় -
রেখা প্রসৃত, 
প্রণয় স্রোতে ভেসে চলেছে পার্থিব শরীর !
দূর দিগন্তে - -

- শান্তনু সান্যাল
Monocerotis

No comments:

Post a Comment