সোমবার, ২ জুলাই, ২০১২


ভাঙা তটভূমি 
সেই ঝড়ো বাদল সাঁঝে, অনেক ক্ষণ ছিলাম 
গঙ্গার ধারে, চেয়ে রইলাম শুধু দিনান্ত 
নৌকার আঁধারে, ক্রমশঃ হারিয়ে
যাওয়া রূপ, বিচ্ছিন্নতার 
সেই মুহুর্তে ডেকে
ছিলাম হয় ত 
তোমাকে,
ফিরে এসেছিল, কিন্তু নিবন্ত প্রতিধ্বনি রিক্ত 
হাতে, হটাত ফিরে দেখি এক অদৃশ্য 
আলতো পরশ ভেঙ্গে চলেছে 
তন্দ্রিত ভাবনা, তাই 
উদাস মনে চলে 
এসেছিলাম
ধীরভাবে, সেই প্লাবিত রাতে বোধ হয় ডুবে 
গিয়েছিল, সমস্ত জোনাকির আলোয় 
উদ্ভাসিত দ্বীপের জগত, কেবল 
রইলো চিরস্থায়ী সজল 
তিমিরের সাম্রাজ্য,
কিছু অবশেষ 
বেদনা, 
বট বৃক্ষ, লোহার সেতু, দূরগামী ট্রেনের কম্পন,
ভাঙা মন্দির সোপান, তীরে ভেসে ওঠা 
ফুলের মালা, ঝুলন্ত শিকড়, বন্ধ 
ঠাকুর ঘরের মধ্যযুগীন 
কাঠের দরজা - - 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

Thomas Moran oil paintings 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন