সোমবার, ২ জুলাই, ২০১২


কিছু কথা - -
কিছু অনুভূতি;
শিশির কণা পড়ে
রয় বিছিন্ন 
পাতায় একাকী,
ঘনীভূত 
অশ্রু বিন্দু আছে 
নেত্র মাঝে
এখনো কি বাকি,
কিছু  মেঘ 
লুপ্ত অনায়াসে 
ঘুরে ফিরে 
দগ্ধ নীলাকাশে,
কিছু কথা 
মুখরিত হৃদয়ে
মৌন অধর 
ক্রমশঃ শব্দ হারায়ে - - 
- শান্তনু সান্যাল
dewy flower 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন