পূর্ণ পুরুষ
প্রবল বৃষ্টির সেই রাত, মেঘের উন্মাদনা ! বজ্র
ঝিলিকের সঙ্গে, তরঙ্গিত গর্জন, তার
আর্দ্র ভাবনারা খুঁজে ছিল কোন
এক মুহুর্তে এক রাতের
পান্থশালা, রুক্ষ
লোমশ বুকে,
বেঁধে
ছিল ভালবাসার নীড়, সিক্ত অধরে রেখে ছিল
সুরভিত স্পর্শ, প্রলুব্ধ চোখে হয় ত দিয়ে
ছিল নিদারূণ আমন্ত্রণ, ছুঁয়ে ছিল
অপরীক্ষিত আবেগ গ্রন্থী,
অনুক্রমিক আলোয়
সেই রাতে গেছে
হারিয়ে
সমস্ত নৈতিকতার অহংকার, পুরুষত্বের অর্থ
তখন খুবই সংকুচিত, নিমেষে যেন
হাজার হাজার বছরের ক্রমিক
বিকাশ, থেমে গেছে হটাত
বিলুপ্ত আদিম যুগে,
ওই প্রাচীন ও
অর্বাচিনের
মাঝের অন্তরে, শব্দহীন অনুভূতি; পরিবর্তিত
করে গেছে সর্বাঙ্গ, দৃশ্যমান অদৃশ্যমান
দেহের নকশা, বিস্ফোরণের সেই
অপরূপ পদ্ধতির ফলে
কিশোর শরীর হয়
উঠলো এক
রাতে
পূর্ণ পুরুষ কিংবা আগ্নেয়গিরি, ধরা কঠিন - - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন