Thursday, 5 July 2012


পথ চাওয়া - - 

ফিরে গেছে বিমুগ্ধ সন্ধ্যা দিয়ে প্রণয়ী চিঠি 
রাত্রির হাতে, সুবাসিত আবরণ পড়ে
আছে সিঁড়ির অন্তিম ধাপে, নিশি
পুষ্পের গন্ধে মাখা মুহুর্তে 
তার আগমন, ভরে 
উঠতে চায় 
রিক্ত 
হৃদয় কোন অপরূপ অনুরাগে, ঘিরে আসা 
আঁধারে ভেসে চলেছে ভাবনার দীপ
মালিকা, উজান মুখী স্বপ্নের 
দেশে, সেই সন্ধিক্ষণে 
বহু সুপ্ত আবেগ 
সহসা 
দেহ ও প্রাণে জাগিয়ে তুলে প্রান্তবর্তী মহা 
জিজীবিষা - - - 

- শান্তনু সান্যাল
artist Henry Peeters Fairfax 

No comments:

Post a Comment