ফাঁক দিতে গিয়ে - -
না পৃথিবী, না আকাশ, না সমুদ্র না মহা পার্বত্য মালা,
নয় আকার নয় সে নিরাকার, মহাশুন্যে ভেসে
চলেছে তার প্রাবল্য, সেই মহাসত্তার
অধীনস্থ নিখিল ব্রহ্মাণ্ড, দৃশ্য
অদৃশ্য, অনু পরমাণু,
প্রাণ নিষ্প্রাণ,
বিশ্বাসের
সেই পলকা সুতোর প্রান্তে তার আঙ্গুলের কম্পন ধরে
রাখে যেন প্রেম, ঘৃণা, আপন পরের সন্তুলন,
ওই কল্পনার দুনিয়া অথবা কটু
সত্যের প্রতিফলনে, তুমি
আছো, আমিও
রয়েছি,
কিছু উদ্ভাসিত, কিছু গা ঢাকার প্রয়াস, অর্ধ সুপ্ত, অর্ধ
জাগরণের মাঝে নিজের সন্ধান, সেই পাপ ও
পুণ্যের সঙ্গমে চোরা গলির আঁধার,
যবনিকার ওই পারে তুমি,
হয় ত এই পারে
আমি,
খুঁজে চলেছি দু জনই সাবধানে পা রাখার ভূমি ক্রমশঃ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন