বুধবার, ১৮ জুলাই, ২০১২


শীতলতার আভাস 

সন্ধ্যার মুখে ঘনিয়ে ছিল মেঘের উন্মন্থন,
হৃদয়ের আকাশে ও ছিল অজানা এক 
আলোড়ন, ক্ষণিক ব্যাকুলতার 
মাঝে চেয়ে ছিল মন 
কিছু  রোমাঞ্চ 
ভরা 
অনুভূতি, বৃষ্টি হয় নি, অবশেষে ফিরে -
গেছে সাঁঝের মৌন প্ররোচনা, সে 
যখন পৌঁছল আঁধার ঘনিয়ে 
গেছে আবেগের অঞ্চল,
হাওয়ায় ভিজা 
মাটির 
গন্ধ, হয় ত প্রবঞ্চক বর্ষা ভিজিয়েছে এক -
রাশ শহরতলি,তবুও তার চোখের 
স্পর্শে ছিল শ্রাবণী আভাস,
ছুঁয়ে গেছে নিমেষে 
বুকের দগ্ধ 
ভাগ,
সুদুর আকাশের প্রান্তে এখনো অশনি লিখে 
চলেছে, পর্যায়ক্রমে প্রণয়ী কবিতা !
ছন্দবদ্ধ কিংবা মুক্ত ক্ষণিকা,
সেই ঝিকিমিকি আলোর 
মাঝে হারিয়ে চলেছে 
জীবনের  সমস্ত 
ব্যথা - বেদনা, প্রখর উষ্ণকালের পরে যেন 
অল্প ক্ষণের সজলতা - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
artist by Regina Calton Burchett 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন