কার ছোঁয়া করে শিহরণ
লাজুক মনোভাব, একটু হাওয়ায় দুলে
উঠে মনের ভীরু ভালবাসা,
গুটিয়ে রাখতে চায় সে
অস্তিত্ব, কমনীয়
পত্রাবর্তে,
শিশির পরশে যেন কেঁপে উঠে হৃদয়ের -
পল্লব সম তন্তু, সারা রাত এক
আতঙ্ক, বুকে চাপিয়ে সে
চেয়ে থাকে নীলাভ
আকাশ, চাঁদ
মেঘের
পারদর্শী ধবল যবনিকা, মৃগনয়নি -
ভাবনা, পাতা ঝরার শব্দে ও
যেন হয়ে উঠে অস্থির,
নীল আঁধারে খুঁজে
বহিরাগত
সুগন্ধ
অথবা মৃগয়ার নিঃশব্দ পদক্ষেপ, এক
মধুর আতঙ্কে ডুবে রয় দেহ ও
প্রাণ অনিশ্চয়তার তরঙ্গে,
নাড়ির গতি সহসা
বেগবান, ধেয়ে
যায় মন
সুদুর বুনো ফুলের মাতল উপবনে - - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন