সোমবার, ২৩ জুলাই, ২০১২


সুজনের ছোঁয়া 

কার অপ্রতিম প্রণয়ের ছবি দেখে মন 
ভুলিয়ে আছে সমস্ত পৃথিবী, কার 
পরশে জীবন হতে চায় কাঁচা 
সোনা, কে সে মনের 
মানুষ, টেনে 
নিয়ে 
চলেছে সুদুর ভিন দেশের সীমানায় !
কোন কন্ঠের মাধুর্য্যে গেছে 
হারিয়ে নিঃশ্বাসের 
স্বরলিপি, 
কে 
সে দাঁড়িয়ে রয় অহর্নিশ অন্তর দ্বারে,
নিয়ে হাতে সুরভিত ফুলের 
সদ্য কুসুমিত মালা,
কে মেখে যায় 
উন্নত 
ললাটে যজ্ঞের চিতাভস্ম, কে ছুঁয়ে -
করে যায় শীতল অন্তর্তমের 
জ্বালা, দেহ ও প্রাণে 
জাগিয়ে রাখে
চন্দনের 
গন্ধময় সজলতা - - - 

- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.in/
flower new


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন