শনিবার, ২৮ জুলাই, ২০১২


কার বশিভুতে - - 

এক বিচিত্র প্রচ্ছায়া ঢেকে রয় দেহ ও প্রাণে, জীবন 
হয় ওঠে রাহুগ্রস্ত আকাশে চাঁদের আকুলতা, 
সব কিছু যেন মায়াভরা, ভাসন্ত
ভাবনার মেঘ, ধরে রাখতে  
চায় আকাশের 
বিশালতা,
ওই উদ্বেলিত মুহুর্তে হয় ত কখনো ডেকে ছিলাম
তাকে, সে কাছে এসে বাড়িয়ে গেছে বৃহত্তর 
পিপাসা, টেনে গেছে  প্রজ্বলিত  বলয় 
চার পাশে, এক অদৃশ্য অগ্নিশিখা 
জেগে আছে সে দিন হতে 
হৃদয়ের অন্দর 
মহলে, 
সহসা দেখি অরণ্য পথে ধেয়ে যায় মন অবিরাম,
একান্ত লয়ে, অবাক তখন প্রকৃতি, নদীর 
শান্ত প্রবাহে অপ্রত্যাশিত হিল্লোল,
ঊষর উপত্যকায় ফুটে 
চলেছে অসংখ্য 
বুনো ফুল,
সঘন কুয়াশার গহ্বরে ভেসে উঠছে নীল আলোক !

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

Artist Bobbi Price

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন