শুক্রবার, ২৭ জুলাই, ২০১২


খুঁজে পাই নি - - - 

আকাশের আসর শেষ প্রহরে খুঁজে নিখোঁজ -
তারকের ঠিকানা, সে এখন ছিল
হৃদয়ের খুব নিকটে, সে 
নিমেষে দেখি দূর 
বহুদূর হেঁটে
চলেছে একাকী, অচেনা খুবই অজানা, তার 
নয়নের দিগন্তে থেমে ছিল নীহার বিন্দু,
চাঁদ ঢলেছে অনেক আগে, গুটিয়ে 
গেছে ওই আকাশগঙ্গা, ভাস্বর 
অনুরাগের শামিয়ানা,
চেয়ে রইলো 
নির্বাক 
তৃষিত গন্ধকোষের জগত, নিয়ে বুকে যুগের 
গোপন মানসিক, এক বিন্দু শিশির 
ঝরি নি সারা রাত, জীবন 
ফিরে এসেছে পুনরায় 
বয়ে বুকে উন্মুক্ত 
সাহারার 
চিরস্থায়ী দহন, নিয়তি গেছে খুবই সহজে 
প্রায় গা ছুঁয়ে, কিন্তু ফিরে চাই নি 
একবার, আনত অনামিকা,
ফুলের বৃন্তে সাজি নি 
রত্ন খচিত প্রণয় -
অঙ্গুরীয়,
রাত গেছে উদাস মনে বুকে নিয়ে শুন্যতা - -

- শান্তনু সান্যাল  

  painting by Byron Pickering 
http://sanyalsplanet.blogspot.in/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন