বিনা টিকিটের খাম - -
তাদের ভালবাসা হয় ত ছিল আশার বাহিরে,
আঁচলের ক্ষেত্রফল ছিল সীমাবদ্ধ, ওই
পুরস্কারের রঙ্গীন খামে তাই
নাম ঠিকানা ছিল ভাসা
ভাসা, পৌঁছিয়ে
গেছে কোন
অজানা
প্রান্তে, হাত বাড়াতেই শুন্যতা, বহু দূর এক
পুরাতন মরুদ্যান, সময়ের পিপাসা
করে ফেলেছে তাকে লাবনিক
মৃত প্রদেশ, ধেয়ে আসে
সবাই স্তনপায়ী,
সরীসৃপ,
খগ মৃগ সুদুর হতে, ভুল ভাঙার ওই মুহুর্তের
দৃশ্যে লুকিয়ে রয়, যেন ভীরু পরিচয় পত্র
খানি, হৃদয় খুঁজে পায় হারানো
অস্তিত্ব, অস্ফুট শব্দের
মাঝে তোমার
প্রণয়ী
প্রতিশ্রুতি ভেসে উঠে মরিচিকার উষ্ণ তাপে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন