মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১২


রোমাঞ্চিত মুহুর্ত্তে 

আজ না হয় থাক, নেপথ্যের আঁধারের খেলা, 
এসো করি কিছু অপ্রকাশিত কবিতার গল্প,
কিছু আবরণহীন মঞ্চের বাস্তবিকতা,
মনে পড়ে কি সে দিনের কথা, 
বৃষ্টি তে ভিজে, হেঁটে বহু 
দূর ফিরে এসেছিলাম,
বুকে বাধিয়ে 
অদৃশ্য 
জ্বালা, অরণ্য পথের সেই কাঠের সেতু, ক্ষুদ্র 
নদীর গর্জন, প্রস্তর খণ্ডে লিখিত জলজ
উদ্ভিজ্জের সবুজ লিপি, বুনো
তুলসীর আদিম গন্ধ,
অপ্রত্যাশিত 
ভাবে 
হৃদি স্পন্দন ছোঁয়া, সিক্ত ভাবনার ধারায় 
হারিয়ে যাওয়া, অনেক কিছু, অব্যক্ত 
মনের ভাবনা উঁকি দিয়ে যায়,
সুরভিত দিনলিপির পাতা !
যেন অস্থির নড়ে উঠে 
স্মৃতির দমকা 
হাওয়া 
লেগে, শিহরিত রোমাঞ্চে খুঁজতে চায় মন 
তোমার ভীরু ভালবাসা - - 

- শান্তনু সান্যাল 
painting by TONI GROTE 1
http://sanyalsplanet.blogspot.in/





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন