জানি খুঁজে পাবে না - -
একাকী নিশীথ রাতের পথিক আমি, জানি -
তুমি ফিরে গেছ জোছনার সাথে, ওই
আঁধার বাঁকে, দূর অনেক পিছে
বন্য নদীর পুলে, দিয়ে গেছ
কিছু সুরভিত স্পর্শ, সদ্য
জখমের উপরে রেখে
গেছো কিছু বুনো
তুলসী পাতা,
সেই ভাঙ্গা স্বপ্ন নিয়ে বুকে, হেঁটে চলেছি আমি
জানি না কোথায়, কিসের সন্ধানে, দূর
জ্বলে কিসের দহন, কুয়াশার ভরা
পথে, কোন মোহে ধেয়ে যায়
জীবন মৃগয়ার মুখে, কি
তুমি রেখে গেছ সেই
পাপড়ি ঝরা
গোলাপ
ভাবনার দ্বারদেশে, কিংবা এখনো খুঁজে পাও
নি আমার ছেঁড়া চিঠির, ছড়ানো চিরকুট
মেঝের গায়ে, হয় ত পড়ে আছে এলো
মেলো অভিশপ্ত ভাবে - - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন